ফরিদপুর প্রতিনিধিঃ সাবেক প্রধানমন্ত্রী শেখ হাসিনাকে দেশে ফিরিয়ে এনে জাতীয় নির্বাচনের মাধ্যমে আবার প্রধানমন্ত্রী করার দাবিতে বিক্ষোভ মিছিল ও সমাবেশ করেছে ফরিদপুরের আলফাডাঙ্গা উপজেলা আওয়ামী লীগ ও তার অঙ্গসংগঠন।
সোমবার (১২ আগষ্ট) বিকাল ৪টায় সাবেক প্রধানমন্ত্রীকে দেশে ফিরিয়ে আনার দাবিতে উপজেলার বিভিন্ন ইউনিয়ন থেকে বিক্ষোভ মিছিল সহকারে আওয়ামী লীগের দলীয় অফিস কার্যালয়ের সামনে জড়ো হয়। ৬টি ইউনিয়ন ১ টি পৌরসভার হাজার হাজার জনগণ একত্রে হয়ে বিক্ষোভ মিছিল ও সমাবেশ করে এবং সন্ধ্যা ৬টা পর্যন্ত চলে এই কর্মসূচি। এ কর্মসূচিতে অংশগ্রহণ করেন আওয়ামী লীগ, যুবলীগ, কৃষক লীগ, মহিলা আওয়ামী লীগ ও ছাত্রলীগের নেতা-কর্মী।
আন্দোলনকারীরা জানান, শেখ হাসিনার নেতৃত্বে আগামীতে আন্দোলন-সংগ্রাম চালিয়ে যাবেন। যত দিন পর্যন্ত আওয়ামী লীগ সরকার ফের ক্ষমতায় না আসে, তত দিন রাজপথে থেকে আন্দোলন-সংগ্রাম চালিয়ে যাওয়া হবে। আওয়ামী লীগ ও এর সহযোগী সংগঠনের নেতা-কর্মীরা উপস্থিত ছিলেন।