সাম্প্রদায়িক হামলার ঘটনা নিয়ন্ত্রণে সরকার প্রধান সঠিক পদক্ষেপ নেননি বলে অভিযোগ করেছেন গণস্বাস্থ্য কেন্দ্রের ট্রাস্টি ডা. জাফরুল্লাহ চৌধুরী। এসময় তিনি বলেন, প্রধানমন্ত্রীর বয়স হয়েছে তাই তার অবসর নিয়ে শেখ রেহানাকে দায়িত্ব দেয়া উচিত।
মঙ্গলবার (১৯ অক্টোবর) দুপুরে ধানমন্ডির গণস্বাস্থ্যকেন্দ্র হাসপাতালে আয়োজিত ব্রিফিংয়ে তিনি এই অভিযোগ করেন। বলেন, সঠিক পদক্ষেপ নেয়া হয়নি বলেই হামলা থামেনি। অবিলম্বে প্রধানমন্ত্রীকে দুর্ঘটনাস্থল পরিদর্শনের আহ্বান জানান জাফরুল্লাহ চৌধুরী।
সর্বদলীয় সরকার গঠনের সময় এসেছে উল্লেখ করে দ্রুত প্রধানমন্ত্রীকে এবিষয়ে উদ্যোগ নেয়ার আহ্বান জানান ডা. জাফরুল্লাহ চৌধুরী।
Drop your comments: