গতকাল শারজার আল ফায়া এলাকায় সন্ধ্যা ৭টা ৪৪ মিনিটে ২.৪ মাত্রার মৃদু ভূমিকম্প অনুভূত হয়।
ন্যাশনাল সেন্টার অফ মেটিওরোলজি (এনসিএম) বিষয়টি স্থানীয় গণমাধ্যমে নিশ্চিত করেছে। তারা বলে গত ১৪ অক্টোবর একইভাবে ফুজিরার দিব্বা অঞ্চলে ভূমিকম্প অনুভূত হয়েছিল।
এদিকে আমিরাতের অন্যন্য অঞ্চলে ভূমিকম্প অনুভূত হয়নি বা তার কোন প্রভাব পড়েনি।
Drop your comments: