আজিজুর রহমান দুলালঃ ফরিদপুর জেলার আলফাডাঙ্গায় শিশুদের খেলা নিয়ে বিরোধের জের ধরে দু’পক্ষের সংঘর্ষে কলেজ ছাত্রীসহ অন্তত ৬ জন আহত হয়েছেন।
শনিবার (১১ জুন) সকালে উপজেলার সদর ইউনিয়নের শুকুরহাটা গ্রামে এ সংঘর্ষের ঘটনা ঘটে। সংঘর্ষে একপক্ষের গুরুতর আহত এনামুল মোল্যাকে ঢাকা মেডিকেল কলেজ হাসপাতালে পাঠানো হয়েছে। অপরপক্ষের গুরুতর আহত বাদশা মোল্যাকে ফরিদপুর বঙ্গবন্ধু শেখ মুজিব মেডিকেল কলেজ হাসপাতালে চিকিৎসার জন্য পাঠানো হয়েছে। কলেজ ছাত্রী শান্তা খানম, হাসিব মোল্যা, সাকিব মোল্যা ও নবম শ্রেণীর ছাত্র আরাফাত মোল্যাকে পার্শ্ববর্তী কাশিয়ানী উপজেলা স্বাস্থ্য কমপ্লেক্সে ভর্তি করা হয়েছে।
সরেজমিনে গিয়ে জানা যায়, পারিবারিক বিভিন্ন বিষয় নিয়ে হানিফ মোল্যার সাথে এনামুল মোল্যার পরিবারের দীর্ঘদিনের বিরোধ চলে আসছে। শুক্রবার বিকেলে হানিফ মোল্যার শিশুপুত্রের সাথে এনামুল মোল্যার শিশুপুত্রের খেলা নিয়ে মারামারি হয়। এরই জের ধরে শনিবার সকালে উভয় পরিবারের মধ্যে কথা-কাটাকাটি হয়। একপর্যায়ে উভয়পক্ষ সংঘর্ষে লিপ্ত হয়। এতে উভয় পক্ষের কলেজ ছাত্রীসহ অন্তত ৬ জন আহত হয়।
এদিকে এ ঘটনায় এনামুল হকের স্ত্রী ফরিদা বেগম ৬ জনকে অভিযুক্ত করে থানায় একটি লিখিত অভিযোগ দিয়েছেন। তবে এ রিপোর্ট লেখা পর্যন্ত হানিফ মোল্যার পক্ষের কেউ থানায় কোন লিখিত অভিযোগ দেননি।
এ বিষয়ে আলফাডাঙ্গা থানা অফিসার ইনচার্জ মো. ওয়াহিদুজ্জামান জানান, ‘একপক্ষের লিখিত অভিযোগ পেয়েছি। তদন্ত করে দোষীদের বিরুদ্ধে আইনগত ব্যবস্থা গ্রহণ করা হবে।’