শাহ সুমন, বানিয়াচং প্রতিনিধি ঃ হবিগঞ্জের আজমিরীগঞ্জ উপজেলার শিবপাশা বাজারে টমটম স্যান্ডকে কেন্দ্র করে সংঘর্ষে অর্ধশতাধিক আহত। মঙ্গলবার ( ১২জুলাই) দুপুরে আজমিরীগঞ্জ উপজেলার শিবপাশা বাজারে টমটম স্যান্ডকে কেন্দ্র করে গ্ৰামবাসীর মধ্যে সংঘর্ষের ঘটনা ঘটে।
এলাকাবাসীর সুত্রে জানা যায়, শিবপাশা বাজারে কে.বি ওয়াকফ স্টেটের জায়গায় টমটমের স্ট্যান্ড স্থাপন নিয়ে টমটম মালিক সমিতি ও কে.বি ওয়াকফ স্টেটের লোকজনের মধ্যে সংঘর্ষ সৃষ্টি হলে গুরুতর আহত হয় অর্ধশতাধিক লোক।
সংঘর্ষের বিষয় টি নিশ্চিত করেন আজমিরীগঞ্জ থানার ওসি তদন্ত আবু হানিফ জানান স্থানীয় সুত্রে খবর পেয়ে ঘটনা স্থলে পুলিশ পাটানো হয়েছে। আহত দের উদ্ধার করে চিকিৎসার ব্যবস্থা করা হয়। টমটম স্যান্ড কে কেন্দ্র করে সংঘর্ষটি ঘটে। তবে এই ঘটনায় এখন ও কেউ অভিযোগ দাখিল করেনি! অভিযোগ পেলে ব্যবস্থা নেওয়া হবে।