তিন দফা দাবিতে শিক্ষা মন্ত্রণালয় অভিমুখে প্রগতিশীল ছাত্র সংগঠনগুলোর মিছিলে বাধা দিয়েছে পুলিশ।
আজ বুধবার দুপুর পৌনে ১টার দিকে শিক্ষা মন্ত্রণালয়ের সামনে পুলিশের বাধার মুখে পড়ে মিছিলটি। এর আগে আজ সকাল পৌনে ১২টার দিকে ঢাকা বিশ্ববিদ্যালয়ের টিএসসি থেকে মিছিলটি শুরু হয়ে রাজু ভাস্কর্য, শিক্ষা ভবন, প্রেসক্লাব হয়ে সচিবালয়ের দিকে যায়।
ঘটনাস্থল থেকে আমাদের আলোকচিত্রী প্রবীর দাশ জানান, সচিবালয় লিংক রোডে পৌঁছালে পুলিশ তাদের বাধা দেয়। পরবর্তীতে সেখানে দাঁড়িয়েই তারা তাদের দাবি পেশ করেন।
দাবির বিষয়ে জানতে চাইলে সমাজতান্ত্রিক ছাত্র ফ্রন্টের সভাপতি আল কাদেরী জয় বলেন, ‘আমাদের দাবি দ্রুত সব শিক্ষাপ্রতিষ্ঠান খুলে দিতে হবে এবং সব শিক্ষার্থীদের টিকা দিতে হবে।’
তিনি আরও বলেন, ‘কলেজ-বিশ্ববিদ্যালয়ের আয়ের ওপর ১৫ শতাংশ কর বাতিল করতে হবে। এবং করোনার সময়ে শিক্ষার্থীদের বেতন-ফি মওকুফ করতে হবে।’