এনায়েত করিম রাজিব, বাগেরহাট প্রতিনিধিঃ বাগেরহাটের মোরেলগঞ্জে বেসরকারী এমপিওভূক্ত শিক্ষা প্রতিষ্ঠানের শিক্ষক-কর্মচারীগন শিক্ষায় বৈষম্য দূরীকরণ সহ চাকুরী জাতীয়করণের দাবিতে মানববন্ধন ও স্মারকলিপি প্রদান কর্মসূচি পালন করেছেন। সারাদেশে একযোগে কেন্দ্রিয় কর্মসূচির অংশ হিসেবে মঙ্গলবার (২৪ সেপ্টেম্বর) বেলা ১১টা থেকে ১২টা পর্যন্ত উপজেলা পরিষদ চত্বরে এ কর্মসূচি অনুষ্ঠিত হয়।
উপজেলার সকল বেসরকারি শিক্ষা প্রতিষ্ঠানের হাজারও শিক্ষক-কর্মচারীগন এতে অংশগ্রহণ করেন।
উক্ত মানববন্ধনে বক্তব্য রাখেন উপজেলা মাধ্যমিক শিক্ষক সমিতির সভাপতি প্রধান শিক্ষক মো. ইউনুস আলী আকন, সাধারণ সম্পাদক মো. লুৎফর রহমান, অধ্যক্ষ ড. মুহাম্মদ রুহুল আমীন, অধ্যক্ষ মাওলানা শাহাদাৎ হোসাইন,অধ্যক্ষ আব্দুল আলিম, অধ্যক্ষ মাওলানা আব্দুস সালাম, অধ্যাপক আব্দুল গনি,অধ্যক্ষ সাবিনা ইয়াসমীন প্রমুখ।
মানববন্ধন শেষে শিক্ষক নেতৃবৃন্দ উপজেলা নির্বাহী অফিসারের কাছে প্রধান উপদেষ্টা ও শিক্ষা উপদেষ্টা বরাবর স্মারকলিপি প্রদান করেন।