শিক্ষাবিদ ও কলাম লেখক প্রফেসর এবনে গোলাম সামাদ ইন্তেকাল করেছেন (ইন্নালিল্লাহি ওয়া ইন্না ইলাইহি রাজিউন)।
আজ রোববার সকাল ১০টা ৪০ মিনিটে রাজশাহী মেডিক্যাল কলেজ হাসপাতালে তিনি ইন্তেকাল করেন।
১৯২৯ সালে জন্মগ্রহণকারী প্রফেসর এবনে গোলাম সামাদ রাজশাহী বিশ্ববিদ্যালয়ের উদ্ভিদ বিজ্ঞান বিভাগের সাবেক শিক্ষক। উদ্ভিদ বিজ্ঞানের অধ্যাপক হলেও বিভিন্ন বিষয়ে লেখালেখি করতেন তিনি। এবনে গোলাম সামাদ অনেকদিন ধরেই নানা রোগে ভুগছিলেন। মাঝে করোনা আক্রান্ত হলেও পরে করোনামুক্ত হয়ে সুস্থ হন।
আজ সকালে শ্বাসকষ্ট হলে তাকে রাজশাহী মেডিক্যাল কলেজ হাসপাতারের জরুরি বিভাগে নেয়া হয়। সেখোনে চিকিৎসকরা তাকে মৃত ঘোষণা করেন।
Drop your comments: