স্বাস্থ্য ও পরিবার কল্যাণ মন্ত্রী জাহিদ মালেক বলেছেন, দেশে করোনার প্রকোপ বাড়ছে। একারণে শিক্ষাপ্রতিষ্ঠান খোলার সিদ্ধান্ত রিভিউ হতে পারে। করোনা সক্রান্ত জাতীয় কমিটি এ বিষয়ে সিদ্ধান্ত নেবে।
সোমবার (১৫ মার্চ) স্বাস্থ্য মন্ত্রণালয়ের সভা কক্ষে স্বাধীনতার সুবর্ণজয়ন্তী ও স্বাস্থ্য মন্ত্রণালয়ের উদ্যোগ বিষয়ে বৈঠক শেষে সাংবাদিকদেরি তিনি একথা বলেন।
মন্ত্রী বলেন, ‘করোনার প্রকোপ বাড়লে মেডিক্যালে ভর্তি পরীক্ষার সময় সূচিতেও পরিবর্তন আসতে পারে। সবকিছু নির্ভর করবে করোনা পরিস্থিতি বিবেচনা করে।’