চট্টগ্রাম শাহ আমানত আন্তর্জাতিক বিমানবন্দরে এক যাত্রীর কাছ থেকে ৮২টি স্বর্ণের বার উদ্ধার করেছে শুল্ক গোয়েন্দা কর্মকর্তারা। এ ঘটনায় মো. এনামুল হক নামে দুবাই ফেরত এক যাত্রীকে আটক করা হয়েছে।
আজ বৃহস্পতিবার সকালে বাংলাদেশ বিমানের বিজি-১৪৮ ফ্লাইটে চট্টগ্রামে আসে আটক এনামুল হক। তার গ্রামের বাড়ি কক্সবাজারের চকরিয়ায়।
২৪ ক্যারেটের ৯ কেজি ৫৯ গ্রাম ওজনের এসব স্বর্ণের দাম প্রায় ৫ কোটি ৭৪ লাখ টাকা বলে জানায় কাস্টমস কর্মকর্তারা।
Drop your comments: