চট্টগ্রামে বিমানবন্দরে অভ্যন্তরীণ রুটের এক যাত্রীর ব্যাগে আনুমানিক ১৬শ পিস ইয়াবা পাওয়া গেছে।
বৃহস্পতিবার (২৩ জুলাই) বিকেল সাড়ে ৩টার দিকে ব্যাগ স্ক্যানিংয়ের সময় বিষয়টি ধরা পড়ে।শাহ আমানত বিমানবন্দরের ব্যবস্থাপক উইং কমান্ডার জানান, সিভিল অ্যাভিয়েশনের একজন দক্ষ স্ক্যানার ব্যাগ স্ক্যানিংয়ের সময় সন্দেহজনক কিছু থাকার বিষয়টি নিশ্চিত হন।
এরপর এবিপিএনকে খবর দিলে তারা এসে তল্লাশি করে ছোট ছোট ৯ পুঁটলি ইয়াবা পান। একটি পুঁটলিতে ১৮০ পিস ইয়াবা রয়েছে।শহীদুল ইসলাম (২৫) নামে ওই যাত্রীর বাড়ি কক্সবাজারের চকরিয়ায়।ইয়াবাসহ তাকে পতেঙ্গা থানায় হস্তান্তরের প্রক্রিয়া চলছে বলে জানান বিমানবন্দর ব্যবস্থাপক।বর্তমানে শাহ আমানত থেকে শাহজালাল বিমানবন্দর রুটে দিনে ৮-৯টি এবং চট্টগ্রাম-ঢাকা-দুবাই, আবুধাবি রুটে দু’টি ফ্লাইট চলাচল করছে।