তিমির বনিক, মৌলভীবাজার প্রতিনিধি: কোয়াব কতৃক আয়োজিত মৌলভীবাজারের বড়লেখায পরিবেশ ও বন জলবায়ু পরিবর্তন মন্ত্রী আলহাজ্ব মোঃ শাহাব উদ্দিন এম.পি গোল্ডকাপ এন্ড প্রাইজমানি ক্রিকেট লীগ ২০২২-২৩ এর শুভ উদ্বোধন করেন। আজ শুক্রবার (৩০ ডিসেম্বর) বিকেলে এই উদ্বোধনী অনুষ্ঠান অনুষ্ঠিত হয়।
প্রধান অতিথি হিসেবে উপস্থিত থেকে উদ্বোধন করেন মোঃশাহাব উদ্দীন এম.পি মন্ত্রী পরিবেশ,বন ও জলবায়ু পরিবর্তন মন্ত্রনালয়। বিশেষ অতিথি হিসেবে উপস্থিত ছিলেন উপজেলা পরিষদের চেয়ারম্যান সোয়েব আহমদ।
আরো উপস্থিত ছিলেন উপজেলা নির্বাহী অফিসার (ইউএনও) সুনজিত কুমার চন্দ, পৌর মেয়র আবুল ইমাম মোঃ কামরান চৌধুরী, ভাইস-চেয়ারম্যান মোঃতাজ উদ্দীন, উপজেলা সহকারী কমিশনার (ভূমি) মোঃ জাহাঙ্গির হোসাইন, থানা অফিসার ইনচার্জ (ওসি) মোঃ ইয়ারদৌস হাসান, মাধ্যমিক শিক্ষা অফিসার মোঃ হাওলাদার আজিজুল হক, উপজেলা ক্রীড়া সংস্থার সাধারণ সম্পাদক মোঃআব্দুল আহাদ, পিসি সরকারী মডেল উচ্চ বিদ্যালয়ের প্রধান শিক্ষক মোঃ ইসলাম উদ্দীন, কাঠালতলী উচ্চ বিদ্যালয়ের প্রধান শিক্ষক লুৎফুর রহমান চুন্নু, গল্লাসাঙ্গন উচ্চ বিদ্যালয়ের প্রধান শিক্ষক রশিদ আহমদ খান।
আমন্ত্রিত অতিথি হিসেবে উপস্থিত ছিলেন জাতীয় দলের কৃতি ক্রিকেটার এবাদত হোসেন চৌধুরী জিবান।
অনুষ্ঠানে সভাপতিত্ব করেন বড়লেখা ইউনিয়ন চেয়ারম্যান ও কোয়াব সভাপতি ছালেহ আহমদ জুয়েল। অনুষ্টান সঞ্চালনায় ছিলেন কোয়াব সাধারণ সম্পাদক হারুনুর রশিদ বাদশা। উক্ত টুর্নামেন্টে মোট ২০টি (বিশ) দলের অংশ গ্রহনে টুর্নামেন্ট পরিচালিত হবে।