![InShot_20231126_124103879](https://banglaexpressonline.com/wp-content/uploads/2023/11/InShot_20231126_124103879.jpg)
রাজধানীর হযরত শাহজালাল (রহ.) আন্তর্জাতিক বিমানবন্দর থেকে বের হয়ে নুরুল ইসলাম নামে এক দুবাই প্রবাসী নিখোঁজ রয়েছেন। গত ২০ নভেম্বর নিখোঁজ হন তিনি। পাঁচদিন চেষ্টা চালিয়েও তার সন্ধান পায়নি পরিবার।
নিখোঁজ নুরুল ইসলাম নোয়াখালীর বেগমগঞ্জ উপজেলার হাজীপুরের বাসিন্দা। তিনি দীর্ঘ ৪ বছর সংযুক্ত আরব আমিরাতের দুবাইতে ছিলেন।
নিখোঁজের এক আত্মীয় জানান, নুরুল ইসলাম দীর্ঘ ৪ বছর দুবাইতে একটি প্রতিষ্ঠানে কর্মরত ছিলেন। হঠাৎ মানসিকভাবে অসুস্থ হয়ে পড়ায় তার প্রতিষ্ঠান তাকে বাংলাদেশে পাঠিয়ে দেয়। গত ১৯ নভেম্বর সকালে তিনি রাজধানীর হযরত শাহজালাল (রহ.) আন্তর্জাতিক বিমানবন্দরে পৌঁছান। তাকে বাড়িতে নিয়ে যেতে পরিবারের লোকজন বিমানবন্দরে দীর্ঘ সময় অপেক্ষা করেও তার দেখা পাননি। এরপর তারা বিমানবন্দর কর্তৃপক্ষের সঙ্গে যোগাযোগ করে জানতে পারেন নুরুল ইসলাম বিমানবন্দর ত্যাগ করেছেন।