হযরত শাহজালাল আন্তর্জাতিক বিমানবন্দরে প্রায় ৭ কেজি সোনার বারসহ বাহরাইন প্রবাসীকে আটক করা হয়েছে।
শাহজালালে ৭ কেজি সোনাসহ প্রবাসী আটক। সোমবার (১১ এপ্রিল) মো. আরিফ নামের ওই প্রবাসীকে আটক করা হয়।
ঢাকা কাস্টমস হাউসের উপকমিশনার (প্রিভেন্টিভ) মো. সানোয়ারুল কবীর বলেন, মো. আরিফ গালফ এয়ারের ফ্লাইটে বাহরাইন থেকে ঢাকায় আসেন। বিমানবন্দরে আসার পর তার আচরণ সন্দেহজনক ছিল। প্রথমে সে সোনার বার থাকার কথা অস্বীকার করে। পরবর্তীতে তল্লাশি চালিয়ে তার কাছে মোবাইলের দুটি কেসিং পাওয়া যায়। সেখানে কেসিংয়ের ভেতরে মোবাইল আকৃতিতে সোনার কালো টেপ মোড়ানো ছিল।
Drop your comments: