হযরত শাহজালাল আন্তর্জাতিক বিমানবন্দরে কোনোভাবেই নিয়ন্ত্রণ করা যাচ্ছে না মশার উৎপাত।
তাই এবার মশা তাড়াতে ‘ধুপ কামান’ ব্যবহার করেছে বিমানবন্দর কর্তৃপক্ষ। বুধবার রাতে বিমানবন্দর কর্তৃপক্ষ দুটি টার্মিনালসহ গুরুত্বপূর্ণস্থানগুলোতে মশা তাড়াতে ধূপের পাতিল বসিয়েছে।
দেড় বছর বয়সী শিশু মেহেরিমাকে নিয়ে সপরিবারে চেন্নাই থেকে শাহাজালাল আন্তর্জাতিক বিমানবন্দরে গাড়ির জন্য অপেক্ষা করছিলেন মো. আরমান।
তিনি বলেন, মশার কামড়ে অতিষ্ঠ হয়ে গেলাম এখানে এসে। আমাকে মশা কামড় দিচ্ছে এটা সমস্যা না।
কিন্তু আমার শিশু সন্তানকে কামড় দিচ্ছে, এতে আমার খুব কষ্ট লাগছে। এতে যদি আমার বাচ্চা কোনো মশাবাহী রোগে আক্রান্ত হয় এর দায়িত্ব কে নেবে?
একই ফ্লাইটে আসা যাত্রী লিংকন জানান, বিমানবন্দরে ক্যানপি-১ এ অনেক মশা। দাঁড়িয়ে থাকতেও খুব সমস্যা হচ্ছে মশার কামড়ে।