হযরত শাহজালাল আন্তর্জাতিক বিমানবন্দর থেকে প্রায় ৩ কেজি ওজনের সোনাসহ এক যাত্রীকে আটক করেছে ঢাকা কাস্টম হাউজের প্রিভেন্টিভ দল। জব্দকৃত সোনার বাজার মূল্য প্রায় দুই কোটি টাকা বলে জানিয়েছে কাস্টমস।
বিমানবন্দর সূত্রে জানা যায়, সৗদি আরব থেকে আসা এ যাত্রীর কাছে থেকে ২৫ পিস সোনার বার উদ্ধার করা হয়। ওই যাত্রীর নাম মোহাম্মদ রিপন। তার গ্রামের বাড়ি কুমিল্লায়।
ঢাকা কাস্টম হাউজের ডেপুটি কমিশনার (প্রিভেন্টিভ) মো. সানোয়ারুল কবীর বৃহস্পতিবার (২৩ সেপ্টেম্বর) সকালে এসব তথ্য নিশ্চিত করেছেন।
Drop your comments: