হযরত শাহজালাল আন্তর্জাতিক বিমানবন্দরে সাড়ে ২৫ লাখ টাকা মূল্যের বিদেশি সিগারেট, মোবাইল ও বিভিন্ন পণ্যসহ এক যাত্রীকে আটক করেছে ঢাকা কাস্টমস হাউসের বিমানবন্দর প্রিভেনটিভ টিম। বৃহস্পতিবার (২৩ জুলাই) সকাল ১১টার দিকে বিমানবন্দরে তল্লাশি করে এ পণ্যসহ ওই যাত্রীকে আটক করা হয়।
কাস্টমস হাউস জানিয়েছে, গোপন সংবাদের ভিত্তিতে খবর পেয়ে বুধবার সকাল ১১টার দিকে বিমানবন্দরের বিভিন্ন পয়েন্টে অবস্থান নিয়ে নজরদারিতে থাকে প্রিভেনটিভ টিমের সদস্যরা। কনভেয়ার বেল্টে নজরদারি ও তল্লাশির একপর্যায়ে বিজি ২২৮ এর বেল্ট নম্বর-৫ এ যাত্রীসহ ওই পণ্য জব্দ করা হয়। তবে আটক যাত্রীর ব্যাপারে বিস্তারিত তথ্য জানায়নি কাস্টমস হাউস।
জব্দ করা পণ্যের মধ্যে ২২০ কার্টুন বিদেশি সিগারেট, মোবাইল ২২ পিস, ল্যাপটপ ৪ পিস, সিডি ২০ পিস, কসমেটিকস ২০ কেজি ও স্বর্ণালঙ্কার ২০০ গ্রাম। যা মূল্য ২৫ লাখ ৫০ হাজার।
ঢাকা কাস্টমস হাউসের কর্মকর্তা মারুফ রহমান খান জানান, জব্দ করা সিগারেট ও অন্যান্য পণ্যের বিষয়ে কাস্টমস আইনে ব্যবস্থা নেওয়া হয়েছে।