ঢাকাগামী দুবাইয়ের একটি ফ্লাইট থেকে গতকাল শুক্রবার প্রায় ৩ কোটি টাকা মূল্যের স্বর্ণসহ দুই যাত্রীকে আটক করেছে শুল্ক গোয়েন্দা ও তদন্ত অফিদফতরের অভিযানিক একটি দল। আটক যাত্রী দেলোয়ার ও রবি মিয়ার বিরুদ্ধে আইনগত ব্যবস্থা গ্রহণ করে থানায় সোপর্দ করা হয়েছে।
শুল্ক গোয়েন্দা ও তদন্ত অধিদফতরের উপপরিচালক শেখ মো: মাসুদুর রহমান বলেন, দুবাই-সিলেট-ঢাকাগামী (বিজি-০২৪৮) বিমান বাংলাদেশ এয়ারলাইন্সের একটি ফ্লাইটে চোরাচালানকারী চক্রের পাঠানো স্বর্ণ আসছে- এমন তথ্য জানার পর ঢাকার হজরত শাহজালাল আন্তর্জাতিক বিমানবন্দরের বিভিন্ন পয়েন্টে গোয়েন্দা দলের সদস্যরা অবস্থান নেয়। ওই ফ্লাইটটি বেলা ১১টায় ঢাকার হজরত শাহজালাল আন্তর্জাতিক বিমানবন্দরে অবতরণ করে। সোর্সের দেয়া তথ্য মোতাবেক দুই যাত্রী দেলোয়ার ও রবিকে শনাক্ত করা হয়। জিজ্ঞাসাবাদে তারা দু’জনই স্বর্ণ আনার কথা অস্বীকার করেন। পরে তাদের লাগেজ স্ক্যানিং ও আর্চওয়েতে তল্লাশি চালিয়ে দেলোয়ারের লাগেজ থেকে ১১ গ্রাম ও পায়ুপথে ৮৩৫ গ্রামসহ মোট ১ হাজার ৯৩৫ গ্রাম পেস্ট সদৃশ স্বর্ণ উদ্ধার করা হয়।
অপর যাত্রী রবি মিয়ার পায়ের নিম্নাংশে এ্যাংলেট দিয়ে মোড়ানো অবস্থায় ২ হাজার ২২০ গ্রাম পেস্ট সদৃশ্য স্বর্ণ উদ্ধার করা হয়। যার বাজার মূল্য প্রায় ৩ কোটি টাকা।
শুল্ক গোয়েন্দা ও তদন্ত সংশ্লিষ্ট কর্মকর্তারা আটক যাত্রীদের কাছ থেকে জিজ্ঞাসাবাদে জানতে পারেন, দুবাই থেকে আসা ফ্লাইটটি সিলেটে অবতরণ করার পর তারা অভ্যন্তরীণ যাত্রী হিসেবে ওই ফ্লাইটে ঢাকায় আসেন। তাদের উদ্দেশ্য ছিল সরকারের শুল্ক ফাঁকি দেয়া।