মো. রাসেল ইসলাম: দীর্ঘ প্রতীক্ষার পরে নবরুপে ফিরেছে শার্শা টু জামতলার ৭ কিলোমিটার সড়কটি। সর্বশেষ সংস্কারের পর থেকে দীর্ঘদিন ধরে ভাঙ্গাচোরা ও খানাখন্দভরা অবস্থায় চরম অবহেলায় পড়ে থাকা সড়কটি সংস্কার ও নবরুপে ফিরিয়ে দিতে সহযোগিতা করেছে শার্শা উপজেলা প্রকৌশলী (এলজিইডি)।
সড়ক সংস্কারের পর থেকে এই সড়কে নির্বিঘ্নে চলাচল করতে পেরে স্বস্তির নিশ্বাস ফেলছেন বলে জানান বিভিন্ন শ্রেণী পেশার মানুষ।
পথচারীরা বলেন, দীর্ঘদিন ধরে সড়কটি ভাঙ্গাচোরা ও খানাখন্দভরা থাকায় চলাচলে অনেক কষ্ট হতো। এখন সড়কটি চলাচলে উপযোগী করায় অনেক ভাল লাগছে।
এই সড়কে চলাচলকারী যানবাহন চালকরা বলেন, সড়কে চলাচল করতে গিয়ে আমাদের যানবাহনের ব্যাপক ক্ষতি হতো। গাড়ি মেরামত করতে গিয়ে ইনকামের সব টাকা খরচ হয়ে যেতো। ফলে সংসার চালাতেও খুব কষ্ট হতো।
সড়কটি সংস্কারের ফলে যান চলাচল বৃদ্ধির পাশাপাশি শার্শা উপজেলা প্রকৌশলী (এলজিইডি) বিভাগের প্রতি ধন্যবাদ জ্ঞাপন করেছেন সড়ক ব্যবহারকারী ও সচেতন মহল।
২০২২-২০২৩ অর্থ বছরের ০৩জানুয়ারি ২০২৩ এ কাজ শুরু করে ০৩মে২০২৩ এ কাজের সমাপ্তি করে ঝিকরগাছার ঠিকাদারি প্রতিষ্ঠান মেসার্স আলিফ এন্টারপ্রাইজ।
যার চুক্তি মূল্য ধরা হয় ২ কোটি ৬১ লাখ ৩৮ হাজার ৩০৩ টাকা ৪৮ পয়সা। কাজ শেষে প্রাক্কলিত ব্যায় ধরা হয়েছে ২ কোটি ৬১ লাখ ৮২ হাজার ৭৪৯ টাকা।
শার্শা উপজেলা স্থানীয় সরকার প্রকৌশলী (এলজিইডি) এম এম মামুন হাসান বলেন,শার্শা টু জামতলা সড়কের সংস্করণ কাজ নির্দিষ্ট সময়ে শেষ হয়েছে। আশা করছি এই সড়ক ব্যবহারকারীরা খুব ভাল ভাবে চলাচল করতে পারবে। সরকারের সড়ক উন্নয়ন কর্মসূচীর যে ধারা অব্যাহত রয়েছে সে ধারাবাহিকতায় উপজেলার প্রতিটি সড়কেই পর্যায়ক্রমে উন্নয়নের ছোঁয়া লেগেছে। আশা করছি কোন সড়কই চলাচলে অনুপযোগী থাকবেনা।