মো. রাসেল ইসলাম, যশোর জেলা প্রতিনিধি: যশোরের শার্শায় ৪৩০ পিস ইয়াবা ট্যাবলেটসহ মো. হিরু বিশ্বাস (৩৫) নামে এক মাদক ব্যবসায়ীকে আটক করেছে র্যাব সদস্যরা।
মঙ্গলবার র্যাব-৬ এর কোম্পানী কমান্ডার এম নাজিউর রহমান উদ্ধার ইয়াবাসহ আসামী আটকের বিষয়টি নিশ্চিত করেন। আটক মাদক ব্যবসায়ী হিরু বিশ্বাস শার্শার মৃত আঃ রাজ্জাক রহমানের ছেলে।
যশোর র্যাব-৬ সিপিসি ৩ ক্যাম্পের কোম্পানী কমান্ডার এম নাজিউর রহমান বলেন, গোপন সংবাদের ভিত্তিতে সোমবার রাতে সীমান্তবর্তী শার্শার রেল বাজার এলাকা থেকে ৪৩০ পিস ইয়াবা ট্যাবলেটসহ হিরু নামে এক মাদক ব্যবসায়ীকে আটক করা হয়। আটক আসামীর বিরুদ্ধে মাদকদ্রব্য নিয়ন্ত্রণ আইনে মামলা দিয়ে শার্শা থানায় হস্তান্তর করা হয়েছে।
Drop your comments: