যশোর জেলা প্রতিনিধি: যশোরের সীমান্তবর্তী শার্শা উপজেলার শিববাস গ্রামস্থ শালকোনা-পাকশিয়া এলাকা থেকে ১০ বোতল ভারতীয় ফেনসিডিলসহ শাহিনুর রহমান (৪০) নামে এক চিহ্নিত মাদক ব্যবসায়ীকে গ্রেফতার করেছে যশোর জেলা ডিবি পুলিশ।
শনিবার (১২ ফেব্রুয়ারি) রাত ৮টায় ভারতীয় ফেনসিডিলসহ তাকে হাতেনাতে গ্রেফতার করা হয়। গ্রেফতার চিহ্নিত মাদক ব্যবসায়ী শাহিনুর শার্শার নারিকেল বাড়িয়া গ্রামের হযরত আলীর ছেলে।
এবিষয়ে যশোর জেলা ডিবি পুলিশের অফিসার ইনচার্জ রুপন কুমার সরকার বলেন, এসআই মো. সামনুর মোল্লা সোহান সঙ্গীয় ফোর্স নিয়ে শার্শা থানাধীন শিববাস গ্রামস্থ শালকোনা হতে পাকশিয়া এলাকায় অভিযান চালিয়ে ২০ হাজার টাকা মুল্যের মাদকসহ চিহ্নিত মাদক ব্যবসায়ী শাহিনুরকে গ্রেফতার করে। গ্রেফতারকৃত আসামীর বিরুদ্ধে মাদকদ্রব্য নিয়ন্ত্রণ আইনে মামলা দিয়ে শার্শা থানায় হস্তান্তর করা হয়েছে।