মো. রাসেল ইসলাম: যশোরের শার্শা সীমান্তবর্তী এলাকা থেকে ১২ কেজি ৫০০ গ্রাম ওজনের ১০৬ পিচ স্বর্ণের বারসহ সাজু আহমেদ (১৯) নামে এক যুবককে আটক করেছে বর্ডার গার্ড বাংলাদেশ বিজিবি সদস্যরা।
মঙ্গলবার (১৮ অক্টোবর) দুপুর ৩ টার সময় শার্শা উপজেলার কাশিপুর সীমান্তের ব্যাংদা এলাকা থেকে এ চালান আটক করা হয়।
আটককৃত আসামি চৌগাছা উপজেলার বড় কাবিলপুর গ্রামে মৃত আব্দুল সালামের ছেলে।
যশোর ৪৯ বিজিবি ব্যাটালিয়নের অধিনায়ক লে. কর্নেল শাহেদ মিনহাজ সিদ্দিকী বিকেলে এক প্রেস বিফ্রিংয়ের মাধ্যমে জানান, গোপন সংবাদের ভিত্তিতে জানতে পারি শার্শা কাশিপুর সীমান্ত এলাকা দিয়ে বিপুল পরিমাণ স্বর্ণের একটি চালান যাবে।
এমন সংবাদের ভিত্তিতে কাশিপুর সীমান্তের ব্যাংদা নামক এলাকায় অভিযান চালিয়ে সন্দেহ ভাজন এক বাইসাইকেল আরোহিকে গতিরোধ করা হয়। এসময় তার দেহ তল্লাশি করলে বিশেষ কায়দায় লুকিয়ে রাখা ১২ কেজি ৫০০ গ্রাম ওজনের ১০৬ পিচ স্বর্ণ পাওয়া যায়।
উদ্ধারকৃত স্বর্ণের আনুমানিক বাজার মূল্য ১০ কোটি ১০ হাজার টাকা। আটককৃত আসামির বিরুদ্ধে স্বর্ণ চোরাচালান আইনে মামলা দিয়ে থানায় সোপর্দ করা হবে বলে তিনি জানান।