মোঃ রাসেল ইসলাম,যশোর জেলা প্রতিনিধি: যশোরের শার্শার বাগআঁচড়ায় মৎস ঘেরে বিষ ট্যাবলেট দিয়ে সাত লক্ষ টাকার মাছ মারা গেছে বলে ঘের ব্যবসায়ী মোস্তাব সরদার অভিযোগ করেছে।
ক্ষতিগ্রস্থ ঘের ব্যবসায়ী মোস্তাব সরদার জানান, শার্শা উপজেলার বাগআঁচড়া ইউনিয়নের মাঠপাড়া গ্রামে তার আড়াই বিঘা জলাকার পুকুরে সাদা মাছ চাষ করে জীবন জীবিকা নির্বাহ করতেন। বৃহস্পতিবার রাতে কে বা কারা শত্রুতা বসত বিষ ট্যাবলেট দিয়ে দেয়।
শুক্রবার সকালে মরা মাছ ভেসে ওঠা শুরু করলে তার সন্দেহ হয়। পরে এলাকাবাসী এসে বিষ প্রয়োগের সত্যতা পায়। এসময়ে তড়িঘড়ি করে কিছু মাছ ধরে ফেলেন এ মৎস্য চাষী। তারপরেও সাত লক্ষাধিক টাকার ক্ষতি সাধন হয়েছে বলেও জানান তিনি ।
এদিকে বিষ দিয়ে মাছ মারার এ চক্রটি নতুন করে সক্রিয় হওয়ায় মৎস্য চাষীদের মাঝে আতংত বিরাজ করছে। এ বিষয়ে শক্ত পদক্ষেপ নিতে আইনশৃংখলা বাহিনীর হস্তক্ষেপ কামনা করেছেন এলাকাবাসী।
এব্যাপারে বাগআঁচড়া পুলিশ তদন্ত কেন্দ্রের অভিযোগ দায়ের করা হয়েছে। পুলিশ ঘটনা স্থল পরিদর্শন করেছে বলে ক্ষতিগ্রস্থ ঘের ব্যবসায়ী মোস্তাব সরদার আরো জানান।