মোঃ রাসেল ইসলাম,যশোর জেলা প্রতিনিধি: বিএনপির স্থায়ী কমিটির সদস্য ও বীর মুক্তিযোদ্ধা তরিকুল ইসলামের তৃতীয় মৃত্যুবার্ষিকী উপলক্ষে যশোরের শার্শায় আলোচনা সভা ও দোয়া অনুষ্ঠান করেছে শার্শা উপজেলা ও বেনাপোল পৌর বিএনপি।
বৃহস্পতিবার (৪ নভেম্বর) বেলা ১১ টায় নাভারণ হক কমিউনিটি সেন্টারে এই কর্মসূচীর আয়োজন করা হয়।
শার্শা উপজেলা বিএনপির সভাপতি খায়রুজ্জামান মধুর সভাপতিত্বে এসময় উপস্থিত ছিলেন,
যশোর-১শার্শা আসনের সাবেক সাংসদ মফিকুল হাসান তৃপ্তি, উপজেলা বিএনপির সাধারণ সম্পাদক আবুল হাসান জহির, শার্শা উপজেলা বিএনপি’র যুগ্ম-সাধারন সম্পাদক মাসুদুর রহমান মিলন, যুবদল খুলনা বিভাগীয় সহ-সাধারণ সম্পাদক নুরুজ্জামান লিটন, উপজেলা বিএনপি’র স্বেচ্ছাসেবক বিষয়ক সম্পাদক আশরাফুল আলম বাবু, উপজেলা বিএনপির সাবেক যুগ্ম সাধারণ সম্পাদক রবিউল ইসলাম, উপজেলা বিএনপির সমাজ কল্যান সম্পাদক আসাদুজ্জামান সাগর,শার্শা উপজেলা যুবদলের সদস্য সচিব ইমদাদুল ইক ইমদাদ,শার্শা উপজেলার অন্তর্গত ১১টি ইউনিয়ন ও বেনাপোল পৌরসভার অন্তর্গত ৯টি ওয়ার্ড বিএনপির সভাপতি/ সম্পাদকসহ বিএনপি, যুবদল, ছাত্রদল, স্বেচ্ছাসেবকদল, কৃষকদল, মৎস্যজীবিদল, তাতীদল, শ্রমিকদল, মহিলাদলের নেতৃবৃন্দ।
উক্ত অনুষ্ঠান সঞ্চলনা করেন শার্শা ইউনিয়ন বিএনপির প্রচার সম্পাদক ইসমাইল হোসেন শান্তি।