মো. রাসেল ইসলাম,যশোর জেলা প্রতিনিধি: যশোরের শার্শায় প্রবাসীর স্ত্রীকে ধর্ষনের অভিযোগে ২জনকে আটক করেছে পুলিশ।
রবিবার (৩০ মে) অভিযুক্ত দুইজনকে আটক করেছে শার্শা থানা পুলিশ।
এলাকাবাসী জানায়, শার্শা উপজেলার স্বরুপদাহ গ্রামের মালেশিয়া প্রবাসী জালাল উদ্দিন দীর্ঘদিন বিদেশ থাকায় তার স্ত্রীকে একই গ্রামের লম্পট ইসরাফিল হোসেন কুপ্রস্তাব দিয়ে আসছিলো। সে কুপ্রস্তাবে সাড়া না পেয়ে গতকাল রাত ৯টার সময় সঙ্গী তুহিনকে সাথে নিয়ে গৃহবধুকে বাড়ী থেকে তুলে পাশের বাগানে নিয়ে জোর পূর্বক ধর্ষণ করে পালিয়ে যায়।
শার্শা থানার অফিসার ইনচার্জ বদরুল আলম খান বিষয়টি নিশ্চিত করে জানান, ধর্ষনের ঘটনায় থানায় একটি মামলা হয়েছে। বিকালে অভিযান চালিয়ে অভিযুক্ত ২ আসামীকে আটক করেছে পুলিশ। ধর্ষিতাকে পুলিশ হেফাজতে নেয়া হয়েছে। আগামীকাল যশোর মেডিকেল কলেজ হাসপাতালে রিপোর্ট করার জন্য পাঠানো হবে।