মো. রাসেল ইসলাম,যশোর জেলা প্রতিনিধি: সীমান্তবর্তী শার্শার বসতপুর গ্রামে পানিতে ডুবে তাসকিন হোসেন নামে চার বছরের এক শিশুর মৃত্যু হয়েছে।
শনিবার দুপুরে প্রতিবেশির কাটা একটা বড় গর্তের পানিতে পড়ে তার মৃত্যু হয়। তাসকিন হোসেন উপজেলার বসতপুর গ্রামের কলোনী সরকারি প্রাথমিক বিদ্যালয়ের শিক্ষক কবির হোসেনের ছেলে।
শিশুর পরিবার সূত্রে জানা গেছে, দুপুরে বাড়ির পাশে খেলতে খেলতে তাসকিন হঠাৎই প্রতিবেশির কাটা একটি বড় গর্তের মধ্যে পড়ে যায়। পরিবারের লোকজন তাসকিনকে বেশ কিছুক্ষন না দেখতে পেয়ে চারিদিকে খোঁজাখুঁজি শুরু করেন। পরে গর্তের মধ্যে জমে থাকা বৃষ্টির পানিতে তাসকিনের মরদেহ ভেসে উঠলে স্থানীয়রা দেখতে পেয়ে পরিবারকে জানায়। এসময় তাসকিনের মরদেহ গর্ত থেকে উদ্ধার করার সময় পরিবার ও এলাকাবাসীর মাঝে কান্নার রোল পড়ে যায়।
Drop your comments: