
মো. রাসেল ইসলাম, যশোর জেলা প্রতিনিধি : যশোরের শার্শা থানা পুলিশের আয়োজনে পবিত্র মাহে রমজান উপলক্ষে দোয়া ও ইফতার মাহফিলের আয়োজন করা হয়েছে।
বৃহস্পতিবার বিকালে শার্শা থানা চত্বরে এই অনুষ্ঠানের আয়োজন করা হয়। উক্ত দোয়া ও ইফতার মাহফিল অনুষ্ঠানে স্বগত বক্তব্য দেন নাভারণ সার্কেলের সহকারী পুলিশ সুপার জুয়েল ইমরান । পরে দোয়া মাহফিল শেষে আমন্ত্রিত অতিথিবৃন্দগণ সেখানে ইফতার করেন।
আমন্ত্রিত অতিথিদের মধ্যে ইফতার মাহফিলে অংশগ্রহণ করেন ৮৫ যশোর-১ শার্শা আসনের সংসদ সদস্য আলহাজ্ব শেখ আফিল উদ্দিন।
এসময় আরো উপস্থিত ছিলেন, অতিরিক্ত পুলিশ সুপার, ক্রাইম এন্ড অবস জনাব সাইফুল ইসলাম, নবাগত উপজেলা নির্বাহী অফিসার নারায়ন চন্দ্র, বিদায়ী নির্বাহী অফিসার মীর আলিফ রেজা, শার্শার থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) মো. মামুন খান, শার্শা পল্লী বিদ্যুৎতের ডিজিএম জাহাঙ্গীর আলম, সহকারী কমিশনা ভূমি রসনা শারমিন মিথি, জেলা আওয়ামী লীগের সাধারণ সম্পাদক ইব্রাহিম খলিল, উপজেলা আওয়ামীলীগের সহ-সভাপতি আলহাজ্ব সালেহ আহমেদ, বীর মুক্তিযোদ্ধা, মুক্তিযোদ্ধার সন্তান, সরকারি বেসরকারি বিভিন্ন দপ্তরের কর্মকর্তাবৃন্দ, জনপ্রতিনিধি সহ স্থানীয় বিভিন্ন গণ্যমান্য ব্যক্তিবর্গ।