মো. রাসেল ইসলাম, যশোর জেলা প্রতিনিধি: যশোরের শার্শায় এক কেজি গাঁজাসহ রবিউল ইসলাম (৫৩) নামে এক যুবক কে গ্রেফতার করেছে ডিবি পুলিশ।
সোমবার দুপুরে শার্শা থানাধীন লক্ষণপুর কোলনীপাড়া গ্রামে অভিযান চালিয়ে তাকে গ্রেফতার করা হয়।
গ্রেফতার আসামী হলেন, লক্ষণপুর কোলনীপাড়া গ্রামের মৃতঃ হযরত আলী মন্ডলের ছেলে রবিউল ইসলাম।
এবিষয়ে যশোর জেলা গোয়েন্দা শাখা (ডিবি) পুলিশের অফিসার ইনচার্জ রুপন কুমার সরকার জানান, গোপন সংবাদের ভিত্তিতে অভিযান চালিয়ে এক কেজি গাঁজাসহ এক জনকে গ্রেফতার করা হয়। গ্রেফতার আসামীকে শার্শা থানায় হস্তান্তর করা হয়েছে।
Drop your comments: