মোঃ রাসেল ইসলাম,যশোর জেলা প্রতিনিধিঃ যশোরের শার্শা উপজেলার লক্ষনপুর স্কুল এন্ড কলেজের নব নির্মিত ৪তলা বিশিষ্ট একাডেমিক ভবনের উদ্বোধন করা হয়েছে।
শনিবার ১৯ সেপ্টেম্বর সকাল ১১টায় শার্শা উপজেলার লক্ষনপুর ইউনিয়নের ওই বিদ্যালয়ের গিয়ে ভবনটির উদ্বোধন করেন বাংলাদেশ আওয়ামী লীগের যশোর-১, শার্শা আসনের সংসদ শিল্পপতি শেখ আফিল উদ্দিন।
শার্শা উপজেলা ঊঊউ এর তত্বাবধানে লক্ষনপুর ইউনিয়নের লক্ষনপুর স্কুল এন্ড কলেজের ৪ তলা বিশিষ্ট নতুন একাডেমিক ভবনের নির্মাণ কাজ সম্পন্ন করার জন্য ব্যয় ধরা হয়েছিল প্রায় ২ কোটি ৭৮ লক্ষ টাকা।
উদ্বোধন শেষে বিদ্যালয় চত্বরে আয়োজিত আলোচনা সভায় প্রধান অতিথির বক্তব্যে এমপি শেখ আফিল উদ্দিন বলেন, শিক্ষার মান বৃদ্ধির লক্ষ্যে প্রত্যেকটি বিদ্যালয়ে আমরা নতুন নতুন ভবন দিচ্ছি। যাতে শিক্ষক-শিক্ষার্থীরা নির্বিঘ্ন তাদের পাঠদান কার্যক্রম পরিচালনা করতে পারে। প্রত্যেক শিক্ষার্থীকে সুশিক্ষায় শিক্ষিত হতে পারে; কারণ আজকের কোমলমতি শিশুরাই আগামী দিনের ভবিষ্যত।
প্রধান অতিথী আরো বলেন শিক্ষার মান উন্নয়নে শিক্ষার্থী, অভিভাবক ও শিক্ষকদের আন্তরিকতা আবশ্যক। বর্তমান সরকার শিক্ষা খাতে বিশেষ বরাদ্দ দিয়ে বিশেষ অবদান রেখেছে। নিজের প্রতিভাকে বিকোশিত করতে হলে শিক্ষা জীবন থেকেই নিজেকে গড়তে হবে। শিক্ষার্থীদের প্রতিভাকে বিকোশিত করতে হলে শিক্ষার কোন বিকল্প নাই। শেখ হাসিনার লক্ষ্য দেশের জনগনের উন্নয়ন, তারই ধারাবাহিকতায় আজকের এই নব নির্মিত ভবন ও শিক্ষার উন্নয়ন।
শার্শা উপজেলা পরিষদের চেয়ারম্যান আলহাজ্ব সিরাজুল হক মঞ্জুর সভাপতিত্বে আলোচনা সভায় অন্যান্যের মধ্যে বক্তব্য দেন, শার্শা উপজেলা আওয়ামীলীগের সাধারন সম্পাদক আলহাজ্ব নুরুজ্জামান, শার্শা থানার অফিসার ইনচার্জ (ওসি) বদরুল আলম খান, যশোর জেলা আঃলীগের সাবেক শিক্ষা বিষয়ক সম্পাদক আসিফ উদ-দৌলা সরদার অলোক, যশোর জেলা পরিষদের সদস্য অধ্যক্ষ ইব্রাহিম খলিল,কে এম জহিরুল ইসলাম শার্শা উপ সহঃ প্রকৌশলী শিক্ষা প্রঃ অধিদপ্তর, উপজেলা আওয়ামী লীগের সহ-সভাপতি সালেহ আহমেদ মিন্টু, উপজেলা মাধ্যমিক শিক্ষা অফিসার হাফিজুর রহমান চৌধুরী, উপজেলা মহিলা ভাইস চেয়ারম্যান আলেয়া ফেরদৌস, লক্ষণপুর ইউপি চেয়ারম্যান মোছাঃ আনোয়ারা খাতুন , শার্শা উপজেলা ১১টি ইউনিয়ন পরিষদের চেয়ারম্যান বৃন্দ ,বেনাপোল পৌর আওয়ামী লীগের সভাপতি আলহাজ্ব এনামুল হক মুকুল ও সাধারণ সম্পাদক আলহাজ্ব নাসির উদ্দিন, লক্ষনপুর ইউপির সাবেক চেয়ারম্যান মোঃ কামাল হোসেন, উপজেলা ছাত্রলীগের সভাপতি আব্দুর রহিম সর্দার ও সাধারন সম্পাদক ইকবাল হোসেন রাসেল সাংগঠনিক সম্পাদক আল-আমিন রুবেল প্রমুখ।