যশোর জেলা প্রতিনিধি: যশোরের শার্শা উপজেলার কায়বা ইউনিয়নে দুই ইউপি সদস্য প্রার্থী সমর্থকদের সংঘর্ষে কুতুব উদ্দিন (৪০) নামে একজন নিহত হয়েছে। এতে আহত হয়েছে ১৩ জন। নিহত কুতুব উদ্দিন রুদ্রপুর গ্রামের মহিউদ্দীনের ছেলে।
শনিবার (২৭নভেম্বর) কায়বা ইউনিয়নের রুদ্রপুরে দুই ইউপি সদস্য প্রার্থীদের মধ্যে এ সংঘর্ষের ঘটনা ঘটেছে।
স্থানীয় সূত্রে জানা যায়, শনিবার দুপুরে শার্শার কায়বা ইউনিয়নের রুদ্রপুর গ্রামে দুই ইউপি সদস্য প্রার্থীর সমর্থকদের মধ্যে সংঘর্ষের ঘটনায় ১৩জন আহত হন। আহতদের উদ্ধার করে যশোর জেনারেল হাসপাতাল ও শার্শা উপজেলা স্বাস্থ্য কমপ্লেক্সে ভর্তি করা হয়। রাত ৯টার সময় চিকিৎসাধীন অবস্থায় হাসপাতালে কুতুব উদ্দিন মারা যায়।
যশোর জেনারেল হাসপাতালের কর্তব্যরত চিকিৎসক ডা. নাহিদ শাহরিয়ার সাব্বির তার মৃত্যুর বিষয়টি নিশ্চিত করে বলেন আহদের মধ্যে আরও একজনকে উন্নত চিকিৎসার জন্য ঢাকায় পাঠানো হয়েছে।
এদিকে যশোর জেলা পুলিশ ঘটনার পর থেকে কায়বা ইউনিয়নে আর কোন সহিংসতা সৃষ্টি না হয় তার জন্য পুরো এলাকায় টহলসহ কঠোর নজরদারিতে রয়েছে প্রশাসন।