মো. রাসেল ইসলাম: যশোরের শার্শা উপজেলার ডিহিতে মাইক্রোবাসের ধাক্কায় মেহেদী হাসান (১৪) নামে এক শিশুর মর্মান্তিক মৃত্যু হয়েছে। শুক্রবার বিকাল ৫টার সময় বাউন্ডারি বটতলা এলাকায় এ দূর্ঘটনা ঘটে। নিহত মেহেদী হাসান উপজেলার গোপীনাথপুর গ্রামের মিলন হোসেনের ছেলে।
নিহতের পরিবার ও হাসপাতাল সূত্রে জানা যায়, মেহেদী হাসান বিকালে বাইসাইকেল যোগে বাউন্ডারি নানা বাড়ি থেকে বাড়িতে ফিরছিলো। এসময় বাউন্ডারি বাজার সংলগ্ন বটতলা এলাকায় আসলে বিপরীত দিক থেকে আসা একটি দ্রুত গতির ঢাকা মেট্রো চ ৫১-৮৬৩৪ নাম্বারের মাইক্রো গাড়ি তাকে ধাক্কা দেয়।
এসময় মেহেদী হাসান মাটিতে পড়ে গিয়ে মারাত্মক ভাবে আহত হয়। স্থানীয়রা তাকে উদ্ধার করে যশোর ২৫০ শয্যা হাসপাতালে পাঠালে কর্তব্যরত চিকিৎসক তাকে মৃত ঘোষণা করেন।
স্থানীয় ইউপি সদস্য আব্দুল হান্নান বলেন, ছেলেটিকে আমি চিনি। সে পাকশিয়া বাজারের একটি হোটেলে কাজ করতো। সে নানা বাড়ি থেকে পাকশিয়া বাজারের উদ্দেশ্যে আসছিলো। তার মৃত্যুতে আমরা গভীর ভাবে শোকাহত।