যশোর জেলা প্রতিনিধি: আগামী ৭ জানুয়ারি দ্বাদশ জাতীয় সংসদ নির্বাচনকে কেন্দ্র করে জমে উঠেছে ৮৫, যশোর-১ শার্শা আসনের নির্বাচনী প্রচার-প্রচারণা।
গ্রামগঞ্জের হাটবাজারে চায়ের কাপে যেন নির্বাচনী ঝড় উঠেছে। আওয়ামী লীগ, জাতীয় পার্টি ও স্বতন্ত্র প্রার্থীদের জমজমাট নির্বাচনি প্রচারণা, গণসংযোগ ও নির্বাচনী পথসভা করে ভোট চাচ্ছেন প্রার্থীরা।
নির্বাচনী প্রচারণার অংশ হিসাবে সোমবার সকাল থেকে রাত পর্যন্ত প্রার্থীদের উৎসবমুখর পরিবেশে উপজেলার প্রতিটি ইউনিয়ন চষে বেড়াচ্ছেন শার্শার নৌকার মাঝি শেখ আফিল উদ্দিন।
সকালে নৌকার প্রার্থী শেখ আফিল উদ্দিন শার্শার ডিহি ইউনিয়নের তেবাড়িয়া, শাড়াতলা বাজার, গোকর্ণ, রঘুনাথপুর, বেলতা, কাশিপুর সহ বিভিন্ন এলাকায় গণসংযোগ করেন। এসময় শেখ আফিল উদ্দিন ইউনিয়ন ও গ্রাম পর্যায়ের বিভিন্ন নেতাকর্মীদের সঙ্গে মতবিনিময়ের পাশাপাশি নৌকাকে বিজয়ী করার লক্ষে ভোট প্রার্থনা করেন।