বেনাপোল প্রতিনিধি: “ভরবো মাছে মোদের দেশ, গড়বো স্মার্ট বাংলাদেশ ” এই প্রতিপাদ্যে যশোরের শার্শায় জাতীয় মৎস্য সপ্তাহ ২০২৪ উপলক্ষে উদ্বোধনী অনুষ্ঠান, র্যালী, আলোচনা সভা ও পুরস্কার প্রদান অনুষ্ঠানের আয়োজন করা হয়।
বুধবার বেলা ১১ টার সময় শার্শা উপজেলা কমপ্লেক্স অডিটোরিয়াম ভবনে এই অনুষ্ঠানের আয়োজন করেন উপজেলা প্রশাসন ও মৎস দপ্তর।
শার্শা উপজেলা নির্বাহী অফিসার নয়ন কুমার রাজবংশীর সভাপতিত্বে এসময় প্রধান অতিথি হিসেবে উপস্থিত ছিলেন, স্থানীয় সংসদ সদস্য শেখ আফিল উদ্দিন।
এসময় অন্যান্যদের মধ্যে উপস্থিত ছিলেন, শার্শা থানার অফিসার ইনচার্জ শেখ মো. মনিরুজ্জামান, বেনাপোল পোর্ট থানার অফিসার ইনচার্জ সুমন ভক্ত, উপজেলা ভাইস চেয়ারম্যান আব্দুর রহিম সরদার, মহিলা ভাইস চেয়ারম্যান শামিমা খাতুন, উপজেলা কৃষি অফিসার দীপক কুমার সাহা, শার্শা উপজেলা সিনিয়র মৎস অফিসার তারিক ইমাম সহ মৎস চাষের সাথে জড়িত বিভিন্ন পর্যায়ের নারী-পুরুষ।
এসময় অনুষ্ঠানে মৎস চাষে বিশেষ ভূমিকা রাখার পাশাপাশি উপজেলার সফল মৎস চাষীদের মাঝে পুরস্কার প্রদান করেন উপজেলা মৎস দপ্তর।