মো. রাসেল ইসলাম : “সবার আগে সুশাসন, জনসেবায় উদ্ভাবন” এই প্রতিপাদ্যে যশোরের শার্শায় জাতীয় পাবলিক সার্ভিস দিবস-২০২৩ উপলক্ষে বর্ণাঢ্য শোভাযাত্রা ও আলোচনা সভা অনুষ্ঠিত হয়েছে।
রবিবার (২৩ জুলাই) সকালে উপজেলা কমপ্লেক্স অডিটোরিয়ামে এই অনুষ্ঠানের আয়োজন করা হয়।
শার্শা উপজেলা নির্বাহী অফিসার নারায়ন চন্দ্র পাল এর সভাপতিত্বে এসময় উপস্থিত ছিলেন, উপজেলা সহকারী কমিশনার (ভূমি) ফারজানা ইসলাম, শার্শা থানার অফিসার ইনচার্জ এস,এম আকিকুল ইসলাম, বেনাপোল পোর্ট থানার অফিসার ইনচার্জ কামাল হোসেন ভূঁইয়া, উপজেলা কৃষি অফিসার দীপক কুমার সাহা, উপজেলা সিনিয়র মৎস্য কর্মকর্তা আবুল হাসান, উপজেলা প্রকৌশলী এম, এম মামুন হাসান, উপজেলা সমাজ সেবা কর্মকর্তা তৌহিদুর ইসলাম, উপজেলা শিক্ষা অফিসার রফিকুল ইসলাম, শার্শা সদর ইউনিয়নের চেয়ারম্যান কবির উদ্দিন তোতাসহ বিভিন্ন দপ্তরের কর্মকর্তাবৃন্দ উপস্থিত ছিলেন।