শার্শায় ইট বোঝাই ট্রাক্টর চাপায় নিহত ১

যশোর জেলা প্রতিনিধি: যশোরের শার্শার পাঁচভুলোট গ্রামে ইট বোঝাই ট্রাক্টর চাপায় মিজানুর রহমান (৩৮) নামে এক ব্যাক্তি নিহত হয়েছেন। সে পাঁচভুলোট গ্রামের আবুবকর সিদ্দিক এর ছেলে।

রবিবার মিজানুরের বাড়ির নিকটবর্তী রাস্তায় তার নিজের ইট বোঝাই ট্রাক্টরের পিছনে চাপা পড়ে নিহত হয়।

পাঁচ ভুলোট গ্রামের ইউপি সদস্য তরিকুল ইসলাম জানান, মিজানুর সকালে বালুন্ডার শফি ভাটা থেকে ইট কিনে আনার পথে বাড়ির কাছাকাছি পৌঁছালে অসাবধানতা বশত ইট বোঝাই ট্রাক্টরের পিছনে চাঁপা পড়ে ঘটনাস্থলেই নিহত হন।

গোগা ইউনিয়ন পরিষদের চেয়ারম্যান তবিবুর রহমান জানান, মিজানুরের মৃত্যুর খবরটি শার্শা থানায় অবহিত করা হয়েছে। দুর্ঘটনায় কেউ বাদী না থাকায় স্বাভাবিক নিয়মেই তাকে দাফন করা হচ্ছে।

শার্শা থানার ওসি (তদন্ত) মিলন কুমার মন্ডল ঘটনার সত্যতা জানিয়ে বললেন, নিহত ব্যক্তির পক্ষে কোন বাদী না পাওয়ায় লাশ পরিবারের কাছে হস্তান্তর করেছি। এ বিষয়ে কোন মামলা হয়নি বলে তিনি জানান।

Facebook Comments Box
Share: