![InShot_20231001_215948151](https://banglaexpressonline.com/wp-content/uploads/2023/10/InShot_20231001_215948151.jpg)
আজিজুর রহমান দুলালঃ আসন্ন শারদীয় দুর্গাপূজা ২০২৩ সুষ্ঠু-সুন্দর ভাবে উদযাপন এবং সার্বিক নিরাপত্তার পরিকল্পনা নিয়ে আলফাডাঙ্গা থানা পুলিশের মত বিনিময় সভা সম্পন্ন হয়েছে।
রবিবার (৩০ সেপ্টেম্বর)সকাল ১১টায় ফরিদপুর জেলার আলফাডাঙ্গা থানা পুলিশের আয়োজনে উপজেলা বিভিন্ন পূজা মণ্ডপের প্রতিনিধিদের নিয়ে থানা পুলিশের এক মতবিনিময় সভা অনুষ্ঠিত হয়।
আলফাডাঙ্গা থানা অফিসার (ওসি) মো আবু তাহেরের বিভিন্ন দিক নির্দেশনায় পুলিশ পরিদর্শক (তদন্ত) মো. শামিনুল হকের সঞ্চালনায় বক্তব্য দেন, উপজেলা আনসার ও ভিডিপি প্রশিক্ষক আমিনুল ইসলাম, আলফাডাঙ্গা থানা এস আই ইউনুস আলী বিশ্বাস উপজেলা পূজা উদযাপন কমিটির সভাপতি প্রবীর কুমার বিশ্বাস, সাধারণ সম্পাদক প্রকাশ কুমার কুন্ডু, পৌর শাখার সভাপতি স্বপন কুমার কুন্ডু, ছাড়াও উপজেলার বিভিন্ন ইউনিয়নের পুজা মন্ডপের সভাপতি সাধারণ সম্পাদক বক্তব্য রাখেন।
ওসি মোঃ আবু তাহের বলেন, ধর্ম যার যার উৎসব সবার তাই আসন্ন দুর্গা পূজায় শান্তি শৃঙ্খলা বজায় রেখে আমরা সকলে মিলে আনন্দ উপভোগ করবো। জনসাধারণের নিরাপত্তা নিশ্চিত করতে উপজেলার প্রতিটি পূজা মন্ডপের পাশাপাশি বিভিন্ন এলাকা ও গুরুত্ব পয়েন্টগুলোতে পুলিশের কঠোর নজরদারী অব্যাহত থাকবে।
এছাড়া পুলিশের সার্বক্ষণিক টহল ব্যবস্থাও জোরদার করা হয়েছে। সকলের সহযোগিতা অব্যাহত থাকলে পূর্ণ নিরাপত্তার মধ্যে দিয়ে এ বছর শারদীয় দুর্গোৎসব পালিত হবে। এছাড়া যেকোনো ধরনের অনিয়মের জন্য যদি কোনো মহল প্রভাব বিস্তার করে তবে সরাসরি পুলিশকে অবহিত করার জন্য আহবান জানান তিনি।