আমিরাতের শারজাহ নগরীর বিখ্যাত আল কোরআন একাডেমিতে হাজার বছরের পুরনো পবিত্র কোরআনের ১৭টি প্রাচীন কপি সংগ্রহ করা হয়েছে। সংগৃহীত কোরআনের কপিগুলো ৭১৯-১৭৮৫ সালের মধ্যে তৈরি বলে মনে করা হয়।
পবিত্র কোরআনের প্রাচীন কপি সংগ্রহ ও ইসলামী সভ্যতা ও সংস্কৃতির বিভিন্ন উপাদান সংরক্ষণে আরব আমিরাতের শারজায় প্রতিষ্ঠিত আল কোরআন একাডেমি দীর্ঘদিন যাবৎ কাজ করছে।
কোরআন একাডেমির মহাসচিব শেখ শেরজাদ আবদুল রহমান তাহের জানান, ‘সম্প্রতি নতুন যুক্ত হওয়া কোরআনে প্রাচীন কপিগুলো কোরআন একাডেমির অনন্য সংযোজন। শারজাহভিত্তিক কোরআন একাডেমি ইতিমধ্যে কোরআনের দুর্লভ কপির অনন্য স্থান হয়েছে এবং শিগগির তা ইসলামী নিদর্শনাবলি সংরক্ষণে মুসলিম বিশ্বের সর্ববৃহৎ অত্যাধুনিক জাদুঘরে পরিণত হবে।’
তিনি আরো জানান, ‘পবিত্র কোরআনের প্রাচীন ১৭টি কপি আমাদের নতুন সংগ্রহ। এর মধ্যে ইসলামের সূচনাকাল থেকে গত শতাব্দী পর্যন্ত লিখিত প্রাচীন শিল্পকলা ও পাণ্ডুলিপি রয়েছে। প্রতিটি কপির ধর্মীয় গুরুত্ব অপরিসীম। উমাইয়া, তৈমুর, সাফাবি, অটোমান বংশের শাসনকালে তৈরি কপিগুলো ভারত, তুরস্ক, চীন, ইরান, উত্তর আফ্রিকা, মরক্কো, আন্দালুসিয়াসহ বিশ্বের বিভিন্ন স্থান থেকে তা সংগ্রহ করা হয়।’