মোদাসসের শাহ, শারজাহঃ সংযুক্ত আরব আমিরাতের শারজায় করোনাভাইরাসের সময় তালাকের সংখ্যা কমে এসেছে অর্ধকে। শারজাহ পুলিশের চিফ কমান্ডার মেজর জেনারেল সাইফ আল যারি আল শামসি স্থানীয় গণমাধ্যমে জানান, স্টে হোম কর্মসূচির সময় শহরে তালাকের কেইস ৫০ শতাংশ কমে এসেছে।
গতবছরের শহরটিতে যে পরিমাণ তালাক ছিল চলতি বছরে তা এখন অর্ধেক। পুলিশের চিফ বলেন, ‘আমরা ভেবেছিলাম লকডাউনে বাসায় অবস্থানের ফলে ঝগড়াঝাটি হবে বিচ্ছেদের সংখ্যা বৃদ্ধি পাবে। ভাবনাটা ভুল প্রমাণিত হয়েছে। স্বামী-স্ত্রী কাছাকাছি থেকে ভালোবাসা বৃদ্ধি পেয়েছে। কাছাকাছি থাকায় একে অন্যকে বুঝতে সহজ হয়েছে।’
এদিকে করোনাভাইরাসের সংক্রমণ প্রতিরোধে রাষ্ট্রের আইন মেনে সবাই বাসায় অবস্থান করেছেন বলেও জানানো হয়।
Drop your comments: