আমিরাতে বৃহত্তর চট্টগ্রাম জাতীয়তাবাদি ফোরাম কেন্দ্রীয় কমিটির উদ্যোগে বিএনপির ৪২তম প্রতিষ্ঠা বার্ষিকী পালিত হয়েছে।
আজ মঙ্গলবার বিএনপির প্রতিষ্ঠা বার্ষিকী উপলক্ষ্যে কেক কাটা ও দোয়া মাহফিলের আয়োজন কর। কেন্দ্রীয় যুগ্ম সচিব এস,এম,মোদাচ্ছের শাহ এর সঞ্চালনায় ফোরামের কেন্দ্রীয় আহবায়ক আলহাজ্ব শরাফত আলীর সভাপতিত্বে বিশেষ অতিথি হিসাবে উপস্থিত ছিলেন শারজাহ ফোরামের সিনিয়র সহ সভাপতি মোহাম্মদ নাছির উদ্দিন, বিশেষ অতিথি হিসাবে আরো উপস্থিত ছিলেন যথাক্রমে যুগ্ম সম্পাদক খুরশেদ আলম খান,ইমরান উদ্দিন,মোহাম্মদ হারুন, রুবেল প্রমু।
মাওলানা নিজাম উদ্দিনের দোয়ার মাধ্যমে বাংলাদেশের বর্তমান পরিস্থিতি থেকে দেশবাসীকে মুক্ত, খালেদা জিয়া, দেশনায়ক তারেক রহমানের রোগমুক্তি ও শহীদ প্রেসিডেন্ট জিয়াউর রহমানের জন্য দোয়ার মাধ্যমে অনুষ্ঠান সমাপ্তি হয়।