![Buildings-2-1](https://banglaexpressonline.com/wp-content/uploads/2020/05/Buildings-2-1.jpg)
নিজস্ব প্রতিবেদকঃ সংযুক্ত আরব আমিরাতের শারজার আল কাসেমিয়া এলাকায় ইথিওপিয়ান গৃহকর্মী একটি ভবনের চার তলা থেকে পড়ে গিয়ে মৃত্যুবরণ করেছে।
স্থানীয় ইংরেজি পত্রিকা গালফ নিউজ লিখেছে, ‘মৃত্যুর সংবাদটি শারজাহ পুলিশ নিশ্চিত করেছে। প্রশাসন জানিয়েছে, গতকাল রোববার (২৪ মে) ভবনটির নিচ থেকে মৃত অবস্থায় লাশ উদ্ধার করা হয়েছে। লাশের পাশে একটি ব্যাগ পাওয়া যায়। ‘
লাশটি বর্তমানে স্থানীয় হাসপাতালের মর্গে রাখা হয়েছে। ইথিওপিয়ান দূতাবাসের সাথেও প্রশাসনের যোগাযোগ হয়েছে বলেও স্থানীয় প্রশাসন নিশ্চিত করেছে।
এদিকে প্রাথমিকভাবে ধারণা করা হচ্ছে, ব্যাগ নিয়ে পালানোর সময় গৃহকর্মী পড়ে গিয়ে মৃত্যুবরণ করেছে। তবে আসল রহস্য উদঘাটনের জন্য তদন্ত চলছে।
Drop your comments: