একসঙ্গে চার সন্তানের জন্ম দিয়েছেন একজন নারী। তবে তার চার সন্তানই আবার ছেলে। প্রতি ৭০ হাজার জনের মধ্যে মাত্র একজন একসঙ্গে চার সন্তানের জন্ম। এমন বিরল ঘটনায় স্বাভাবিকভাবেই আনন্দে আত্মহারা সংযুক্ত আরব আমিরাতের শারজাহ’র এক দম্পতি। খবর খালিজ টাইমসের।
ওই দম্পতি আমিরাতে বাস করলেও আসলে তারা মিশরীয়। এই দম্পতির আগে থেকে তিনটি মেয়ে রয়েছে। তারা হচ্ছে- হাবিবা (১১), ফারাহ (৬) এবং রাহমা (৪)। কিন্তু তারা আরও সন্তান নিতে চাইছিলেন। তাই শারজাহ’র এনএমসি রয়েল হাসপাতালে আইভিএফ প্রক্রিয়ার সাহায্য নেন তারা।
৩৩ বছর বয়সী সাত সন্তানের মা হিবা (ছদ্মনাম) বলেন, আমার গর্ভধারণ উচ্চ ঝুঁকির ছিল। কিন্তু সব প্রতিকূলতা ছাপিয়ে আমি চারটি ছেলে সন্তানের জন্ম দিয়েছি। গত ৬ জুলাই তাদের জন্ম হয়। প্রত্যেকের ওজন ১.৬ থেকে ২ কেজি পর্যন্ত। ২০ জন ডাক্তার এবং নার্স মিলে এই জন্ম প্রক্রিয়ায় অংশ নেন।
ইতোমধ্যেই ওই চার শিশুর নাম রাখা হয়েছে। তাদের নাম যথাক্রমে- আহমাদ, আদম, মোহাম্মদ এবং মালেক। এটা হিবার চতুর্থ সিজারিয়ান ছিল। তার আগের তিন মেয়েও একই প্রক্রিয়ায় অর্থাৎ সিজারিয়ানের মাধ্যমে জন্মগ্রহণ করেছে।