মোদাসসের শাহ, শারজাহ থেকেঃ শারজাস্থ বাংলাদেশ সমিতির হল রুমে নবগঠিত শারজাহ ইউজ পার্টস বিজনেস ইউনিটির উদ্যোগে পবিত্র ঈদ-এ মিলাদুন্নাবী (সাঃ) উপলক্ষে মিলাদ-কিয়াম ও দোয়া মাহফিলের আয়োজন করা হয়েছে।
কমিটির আহ্বায়ক হাফেজ মো মনসুরের সভাপতিত্বে সদস্য সচিব মোহাম্মদ আনোয়ারের সঞ্চালনায় বক্তব্য রাখেন নব গঠিত কমিটির প্রধান উপদেষ্টা ও বাংলাদেশ সমিতির যুগ্ম সম্পাদক আলহাজ্ব জাহাঙ্গীর আলম। তিনি বলেন, ‘আমরা অত্যন্ত আনন্দিত এই জন্য যে পবিত্র ঈদে মিলাদুন্নবীর উছিলায় মিলাদ কিয়াম ও তবরুক বিতরিণের মাধ্যেমে আমাদের নবগঠিত কমিটির যাত্রা শুরু করতে পেরেছি।’ তিনি মিলাদ অনুষ্ঠানে উপস্থিত হওয়ায় সবার প্রতি কৃতজ্ঞতা ও মোবারক বাদ জানান।
আলোচনা সভায় বিশেষ অতিথি হিসাবে বক্তব্য রাখেন বাংলাদেশ সমিতির সিনিয়র সহ সভাপতি ইসমাইল গণি চৌধুরী, সাধারণ সম্পাদক শাহ মুহাম্মদ মাকিসুদ, বিশেষ অতিথি হিসাবে আরো বক্তব্য রাখেন শহিদুল ইসলাম দীনু, নুরুল আবসার, মোঃ ওসমান, মোঃ আলমগীর, মোঃ সহীদ, মোঃ মোরশেদ, মোঃ ইউসুফ, মোঃ আলী, সুজন, সাকীল,মোঃ নাজীম, মোঃ এহেসান সহ ব্যবসায়ী ও কমিউনিটি নেতৃবৃন্দ।
দ্বিতীয় পর্যায়ে কোরআন তেলাওয়াতের মাধ্যমে অনুষ্ঠানের মিলাদ ও কিয়াম শুরু হয় এতে সভাপতিত্ব করেন নাজিম উদ্দিন ও সঞ্চালনায় ছিলেন সালাউদ্দীন কাদের বাপ্পী- মিলাদ কিয়ামের আলোচনায় বক্তার করোনার প্রাদুর্ভাব সহ সকল বালা-মুসিবত থেকে রক্ষা ও বিশ্ব মুসলিম উম্মার জন্য দোয়া কিরা হয়।। প্রিয় নবীর অবমাননা কারিদের সমালোচনা ও নিন্দা প্রকাশের সাথে সাথে পবিত্র অনুষ্ঠানকে (স্বজাতীয় কিছু ভাই বাধাগ্রস্ত করতে চেয়েছিল) তাদের হেদায়েতের জন্য দোয়া করেন। এতে আরো উপস্থিত ছিলে মোরশেদ চৌধুরী মাহবুব, হাসেম প্রমূখ সব শেষে তবরুক বিতরণের মাধ্যমে অনুষ্ঠানের সমাপ্তি হয়।