সংযুক্ত আরব আমিরাতের শারজায় ইউজ পার্টস বিজনেস ইউনিটের উদ্যোগে পবিত্র ঈদে মিলাদুন্নবী (সাঃ) পালিত হয়েছে। এ উপলক্ষে কোরাআন খতম, মিলাদ মাহফিল অনুষ্ঠিত ও দোয়ার আয়োজন করা হয়৷
এসময় বক্তারা বলেন, মহানবী হজরত মুহাম্মদ মোস্তাফা (সাঃ) এর প্রতি ভালোবাসা প্রকাশের প্রধান মাধ্যম তার আদর্শ অনুযায়ী জীবন পরিচালনা করা৷ বিশ্ব নবীর রাষ্ট্র ব্যবস্থার অনুসরণ করেই বর্তমান অস্থিতিশীল বিশ্বের সমাধান সম্ভব।
ঈদে অনুষ্ঠানে মোহরম আলী ও রফিকুল ইসলামের যৌথ সঞ্চালনায় উপস্থিত ছিলেন কমিউনিটি নেতা ইঞ্জিনিয়ার মোহাম্মদ আবু জাফর, বাংলাদেশ সমিতির শারজার সভাপতি আবুল বশর, চট্টগ্রাম সমিতির সভাপতি আরশাদ হোসেন হিরু, ইসমাঈল গনি চৌধুরী, সংগঠনের উপদেষ্টা আলহাজ্ব জাহাঙ্গীর আলম সি আই পি, হাজী মোহাম্মদ সেলিম, নুরুল আবছার, শহিদুল ইসলাম দিনু, মাহাবুল আলম, নুরুল কাদের, আনোয়ার হোসেন, মওলনা আবুল মনসুর, ইঞ্জিনিয়ার মহিউদ্দিন ইকবাল, এ্হসান চৌধুরী, আইয়ুব খান, মোহাম্মদ ইউচুপ, নাজিম উদ্দিন, এ কে আজাদ, জাহাঙ্গীর আলম, মোরশেদুল আলম, আবুল হাসেম, মোহাম্মদ আবছার, মোহাম্মদ আহসান বাবর, কামাল উদ্দিন চৌধুরী, মোহাম্মদ জোবায়ের প্রমুখ।
সবশেষে মওলনা নুরুল আবছারের মোনাজাত ও তবারুক বিতরণের মাধ্যমে অনুষ্ঠানের সমাপ্তি হয়।