মোহাম্মদ ইরফানুল ইসলামঃ শারজাহ গীতা সংঘের ১৫বৎসর পূর্তি অন্নকূট উৎসব এবং নতুন মন্দিরে রাধামাধবের শুভ পর্দাপনের আনন্দঘণ মুহূর্ত বিশেষ ভাবে উদযাপনের লক্ষ্যে দিনব্যাপী বিশেষ প্রার্থনা শ্রীমদ্ভগবদগীতা পাঠ এবং মহানাম সংকীর্তন শারজাহ গীতা সংঘের উদ্যোগে অনুষ্ঠিত হয়েছে।
গতকাল শুক্রবার (২০শে নভেম্বর) শারজাহ গীতা সংঘের নতুন মন্দিরে এ উৎসব পালির হয়।
এতে অতিথি হিসেবে জাতীয় হিন্দু মহাজোট বৈদেশিক শাখার সভাপতি প্রকৌশলী শ্রীযুক্ত বাবু তপন সরকার, সিনিয়র যুগ্ম সাধারণ সম্পাদক উজ্জ্বল দাশ, রাস-আল-খাইমা প্রবাসী গীতা সংঘ ও শ্রীকৃষ্ণ মন্দিরের শিবলু দাশ, রাস আল খাইমাহ আল খরান রাধা গৌবিন্দ মন্দিরের প্রকাশ ভট্টাচার্য,শারজাহ্ প্রবাসী পার্থ সারথি গীতা সংঘের প্রদীপ সেন,শারজাহ্ লোকনাথ মন্দিরের বাবু শংকর,দুবাই লোকনাথ সেবা আশ্রম থেকে বাবু সুনীল, আল দাহিদ থেকে বিপ্লব সহ আরো অনেকে উপস্থিত ছিলেন।