আজিজুর রহমান দুলালঃ গত ১৪ই ফেব্রুয়ারী (সোমবার)সন্ধ্যায় ফরিদপুর জেলার আলফাডাঙ্গা উপজেলা চত্ত্বরে উপজেলা প্রশাসনের উদ্যোগে বঙ্গবন্ধুর প্রতিকৃতিতে মোমবাতি জ্বালিয়ে আলোক সজ্জা প্রজ্জ্বলন কর্মসূচি পালন করা হয়েছে।
শহীদ বুদ্ধিজীবী দিবস উদযাপন উপলক্ষে ফরিদপুরের আলফাডাঙ্গায় বঙ্গবন্ধুর প্রতিকৃতিতে আলোক প্রজ্জ্বলন কর্মসূচি পালন করা হয়েছে। সোমবার সন্ধ্যায় উপজেলা প্রশাসনের আয়োজনে উপজেলা পরিষদ চত্বরে এ কর্মসূচি পালন করা হয়।
আলফাডাঙ্গা উপজেলা নির্বাহী কর্মকর্তা তৌহিদ এলাহীর সভাপতিত্বে অনুষ্ঠানে উপস্থিত ছিলেন, উপজেলা চেয়ারম্যান একেএম জাহিদুল হাসান জাহিদ, পৌর মেয়র সাইফুর রহমান সাইফার, উপজেলা ভাইস চেয়ারম্যান শেখ দেলোয়ার হোসেন, মহিলা ভাইস চেয়ারম্যান লায়লা পারভীন, উপজেলা মাধ্যমিক শিক্ষা অফিসার আব্দুল আওয়াল আকন, উপজেলা প্রশাসন ও পরিষদের কর্মকর্তা-কর্মচারী, মুক্তিযোদ্ধা, যুবলীগ ও ছাত্রলীগের নেতাকর্মীরা।