শর্ত পূরণ করে জামায়াতের কেউ নতুন নামে রাজনৈতিক দল হিসেবে আবেদন করলে নিবন্ধন দিতে নির্বাচন কমিশনের বাধা নেই বলে জানিয়েছে ইসি।
বুধবার (২৬ অক্টোবর) দুপুরে নির্বাচন কমিশন সচিবালয়ে সাংবাদিকদের এ তথ্য জানান নির্বাচন কমিশনার মো. আলমগীর।
তিনি জানান, দলীয় গঠনতন্ত্রের কারণে এর আগে দলটির নিবন্ধন বাতিল করা হয়েছিল। এখন যদি সেই দলের কেউ নতুন নামে বা নতুন দল হিসেবে আবেদন করে, তা যদি সংবিধান ও আইনের সঙ্গে সাংঘর্ষিক না হয় তাহলে আইন অনুযায়ী যেকোনো দল নিবন্ধন পেতে পারে।
কমিশন জানায়, রাজনৈতিক দলে ৩৩ শতাংশ নারী সদস্য রাখার শর্ত পূরণে ২০৩০ সাল পর্যন্ত সময় বাড়ানোর সুপারিশ করেছে নির্বাচন কমিশন।
Drop your comments: