শরীয়তপুর সদর উপজেলায় মসজিদ থেকে ফেরার পথে দাদন খলিফা (৩০) নামে মালয়েশিয়া প্রবাসী এক যুবককে কুপিয়ে হত্যার অভিযোগ পাওয়া গেছে।
বৃহস্পতিবার রাত সাড়ে ৯টার দিকে গয়ঘর খলিফাকান্দি গ্রামে এ ঘটনা ঘটে। নিহত দাদন খলিফা সদর উপজেলার গয়ঘর খলিফাকান্দি গ্রামের সেকেন্দার খলিফার ছেলে।
পুলিশ ও স্থানীয়রা জানান, প্রবাসী দাদন খলিফার সঙ্গে প্রতিবেশী ইদ্রিস খাঁ, এসকেন্দার সরদার, আবুল খাঁর দীর্ঘদিন ধরে বিরোধ চলে আসছিল। বৃহস্পতিবার রাতে দাদন খলিফা তারাবির নামাজ শেষে মসজিদ থেকে বের হয়ে বাসায় ফেরার পথে রাত সাড়ে ৯টার দিকে প্রতিপক্ষ ইদ্রিস খা, এসকেন্দার সরদার, আবুল খাঁসহ ৫০-৬০ জন লোক দেশীয় অস্ত্রশস্ত্র নিয়ে তাকে গতিরোধ করে ধরে নিয়ে পিটিয়ে ও টেঁটা দিয়ে গুরুতর আহত করে।
স্থানীয় লোকজন তাকে উদ্ধার করে শরীয়তপুর সদর হাসপাতালে নিয়ে যায়। সেখানে নেয়ার পর কর্তব্যরত ডাক্তার তাকে উন্নত চিকিৎসার জন্য ঢাকায় প্রেরণ করে। ঢাকা নেয়ার পথিমধ্যে তিনি মারা যান।
এ ঘটনায় শুক্রবার নিহতের বাবা সেকেন্দার খলিফা বাদী হয়ে ১০ জনের নাম উল্লেখসহ আরো ১৫ জন অজ্ঞাত আসামি করে পালং মডেল থানায় একটি হত্যা মামলা দায়ের করেছেন।
পালং মডেল থানার ওসি মো. আকতার হোসেন বলেন, এ ঘটনায় মামলা হয়েছে। আসামিদের গ্রেফতারের চেষ্টা চলছে।