ইয়াবা ট্যাবলেট ক্রয়-বিক্রয়ের সময় এমএ রেজা ডিগ্রি কলেজ শাখা ছাত্রলীগ সভাপতি ফাহাদ রাঢ়ীসহ (২৫) দু’জনকে গ্রেফতার করেছে পুলিশ।
শুক্রবার রাত সাড়ে ১১টার দিকে শরীয়তপুর পৌরসভার দক্ষিণ আটং এলাকা থেকে তাদের গ্রেফতার করা হয়। ফাহাদ রাঢ়ী ভেদরগঞ্জ পৌরসভার ৪নং ওয়ার্ডের কাউন্সিলর শাহাদাত হোসেন রাঢ়ীর ছেলে।
আটক অপর ব্যক্তি শরীয়তপুর পৌরসভার দক্ষিণ বালুচড়া গ্রামের আজিজ মহলদারের ছেলে তোতা মহলদার (৩০)। এ সময় ভেদরগঞ্জ উপজেলার রামভদ্রপুর গ্রামের আব্দুল সরদারের ছেলে সুমন ওরফে পোটকা সুমন নামে আরও একজন পালিয়ে গেছে বলে জানিয়েছে পুলিশ।
পালং মডেল থানার ওসি আসলাম উদ্দিন বলেন, এ বিষয়ে পালং মডেল থানায় একটি মামলা দায়ের করা হয়েছে। আটক আসামিদের শনিবার আদালতে প্রেরণ করা হয়েছে।
Drop your comments: