বাগেরহাট প্রতিনিধিঃ বাগেরহাটের শরণখোলায় বাংলাদেশ রেড ক্রিসেন্ট সোসাইটির “উপকূলীয় দুর্যোগ ঝুঁকি হ্রাস’ কর্মসূচির আওতায় আয়োজিত ২ দিন ব্যাপি”দুর্যোগ ঝুঁকি হ্রাসে ধর্মীয় নেতাদের দায়িত্ব ও কর্তব্য বিষয়ক প্রশিক্ষণের আয়োজন করা হয়েছে।
সোমবার ২১শে মার্চ সকাল ১০ টায় উত্তর কদমতলা কমিউনিটির সিডিএমসি সেন্টারে প্রশিক্ষণে প্রধান অতিথি হিসেবে বক্তব্য রাখেন ৩ নং রায়েন্দা ইউনিয়ন পরিষদের চেয়ারম্যান ও উপজেলা আওয়ামী লীগের সভাপতি আলহাজ্ব আজমল হোসেন মুক্তা।
রেড ক্রিসেন্ট সোসাইটির সিডিএমসি সভাপতি মোঃ হাবিবুর রহমান ফকিরের সভাপতিত্বে ও এসিসট্যান্ট প্রোগ্রাম অফিসার মোঃ সাদিদ হোসেন এর সঞ্চালনায় উক্ত অনুষ্ঠানে প্রশিক্ষক হিসেবে উপস্থিত ছিলেন, ইসলামিক ফাউন্ডেশনের প্রতিনিধি মোঃ আরাফাত হোসেন,রেড ক্রিসেন্ট সোসাইটির (ইউএলও) মোঃ হান্নান, সিনিয়র প্রোগ্রাম অফিসার ডি এম নাজমুল আলমসহ প্রশিক্ষণে সাউথখালি ইউনিয়ন, খোন্তাকাটা ইউনিয়ন ও রায়েন্দা ইউনিয়নের বিভিন্ন মসজিদের ৩০ জন ইমাম ও মুয়াজ্জিন অংশগ্রহণ করেন।