বাগেরহাট প্রতিনিধিঃ বাগেরহাটের শরণখোলা উপজেলার খোন্তাকাটা ইউনিয়নের পূর্ব রাজৈর গ্রামের বলেশ্বর নদের চরের ছইলা বাগান থেকে অজ্ঞাত পরিচয়ের এক নারীর (৭০) মৃতদেহ উদ্ধার করেছে পুলিশ। ছইলা গাছের শ্বাসমূলে আটকে থাকা অবস্থায় বৃহস্পতিবার (২৮ এপ্রিল) বিকেল ৫টার দিকে লাশটি উদ্ধার করা হয়।
স্থানীয়রা জানান, মানসিক ভারসাম্যহীন (পাগল) ওই বৃদ্ধা ১০-১২ বছর আগে শরণখোলায় এসে আশ্রয় নেন। তার বেশিরভাগ সময় কেটেছে উপজেলা পরিষদ সংলগ্ন বান্দাঘাটা এলাকাতেই। শান্ত স্বভাবের এই বৃদ্ধা শেষ দিকে এসে পায়ে ভর করে চলতে পারতেন না। দুই হাতে ভর করে চলতেন। লোকজন যে যা দিত তাই খেতেন।
বলেশ্বর নদের জেলে সাইফুল ইসলাম জানান, বিকেল সাড়ে ৪টার দিকে নদের পারে নোঙর করে রাখা তার মাছধরা নৌকার কাছে গেলে লাশটি দেখতে পান তিনি। বলেশ্বর পারের বাসিন্দা মো. শাহ আলম জানান, তিনি সকাল ১১টার দিকে বেড়িবাঁধের ওপর দেখেছেন ওই বৃদ্ধাকে। আকলিমা বেগম নামে এক নারী জানান, আগেরদিন (বুধবার দুপুরে) তিনি ওই পাগল বৃদ্ধাকে খাবার খেতে দিয়েছেন।
তারা জানান, বেশ কয়েকদিন ধরে বলেশ্বর পারে এসে আশ্রয় নেয় এই বৃদ্ধা। হাটতে পারে না, দুই হাতে ভর করে চলতো। যে যা দিত তাই খেতো। তাদের ধারণা, হয়তো গোসল করেত নেমে জোয়ারের ¯স্রোতের টানে নদীতে পড়ে তার মৃত্যু হয়েছে।
শরণখোলা থানার ওসি মো. ইকরাম হোসেন জানান, লাশ উদ্ধার করে থানায় রাখা হয়েছে। শুক্রবার সকালে ময়না তদন্তের জন্য বাগেরহাট সদর হাসপাতাল মর্গে পাঠানো হবে। এব্যাপারে থানায় একটি অপমৃত্যু মামলা রেকর্ড করা হয়েছে। নিহত বৃদ্ধা মানসিক ভারসামহীর ছিলেন। তার নাম-পরিচয় পাওয়া যায়নি।